পরম করূনাময় আল্লাহ্‌র নামে শুরু             


Now KabirHasan.ml
Kabir Hasan
HomeGalleryContactAbout

                                                  

বাংলাদেশের কৃষক

                                                  Typer : কবির হাসান

সূচনাঃ বাংলাদেশ প্রধানত একটি কৃষি প্রধান দেশ। কৃষি হল এদেশের অর্থনীতিরি ভিত্তি। যে সকল লোক জমি চাষ করে তাদেরকে কৃষক বলা হয়। কৃষকেরা ফসল জন্মায় যা আমাদের মৌলিক প্রয়োজনে অতীব গুরুত্বপূণ। তারা আমাদের দেশের মেরুদন্ড।  কৃষকদের বৈশিষ্ট্যঃ আমাদের দেশে তিন শ্রেণীর কৃষক আছে। ধনী উচ্চ শ্রেণীর কৃষক, মধ্য শ্রেণীর কৃষক এবং ভূমিহীন কৃষক। মধ্য শ্রেণীর কৃষকসহ আমাদের দেশের অধিকাংশ কৃষকেরা সাধারনত নিজেদের ষাঁড়  দিয়ে জমি চাষ করে এবং কোন রকমে তার নিজেদের প্রয়োজনীয় খাদ্য জন্মাতে পারে। ধনী শ্রেণীর কৃষকের সংখ্যা খুবই কম এবং তারা তাদের সাধারন জীবনযাপনের পরেও জমি থেকে অনেক সম্পদ পায়। ভূমিহীন কৃষকেরা অন্যের  জমি  চাষাবাদ করে এবং জমির মালিকের কাছ থেকে তারা ফসলের সামান্য অংশ পায়।

 চাষাবাদ পদ্ধতিঃ
  আমাদের দেশের চাষাবাদ পদ্ধতি খুবই অপ্রচলিত। কৃষকদের অধিকাংশই গরীব এবং মূর্খ। চাষাবাদের আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের মতো সামর্থ্য তাদের নেই। তারা বলদ দিয়ে তাদের জমি চাষ করে এবং ফসল কাঁটতে কাস্তে ব্যবহার করে। তার বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষ করার নিয়মো জানে না। যার ফলে চাষাবাদের জমি থেকে আমরা ভাল উৎপাদন পাই না।  কৃষকদের

অবস্থাঃ আমাদের কৃষকদের জীবনমান খুবই নিম্ন। এমনকি তাদেরকে জীবনধারনের জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসের অভাবেও  কষ্ট ভোগ করতে হয়। তার হতভাগ্য, তাদের প্রতি মন্দ আচরণ করা হয় এবং তারা আধুনিক বিজ্ঞানের জ্ঞান থেকে বঞ্চিত । তারা কঠোর পরিশ্রম করে কিন্তু উপযুক্ত পুষ্টিকর খাদ্য পায় না। যার ফলে তারা বিভিন্ন রোগে ভোগে। তাদের ছেরে মেয়েরা ভাল শিক্ষা পায় না এবং তারা পূর্ব পুরুষদের পথ অনুসরণ করে। 

গৃহীত পদক্ষেপ সমূহঃ

 আমাদের কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নতিকল্পে কিছু কার্যকরী পদক্ষেপ নেয়া উচিৎ। তাদেরকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে শিক্ষা দেয়া উচিৎ। তাদের হাইব্রিড বীজ, সঠিক কীটনাশক ঔষধ এবং উপযুক্ত পরিমাণে সার দিতে হবে যাতে করে তারা অধিক খাদ্য জন্মাতে পারে। কৃষিজাত দ্রব্যের ন্যায় সংগত মূল্য নির্ধারণ করতে হবে যাতে কৃষকেরা তাদর ফসলের সঠিক মূল্য পেতে পারে। সেচ ব্যবস্থার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং কৃষকদের কম সূদে ধান সুবিধা দিতে হবে। 

উপসংহারঃ আমাদের দেশের উন্নতি প্রধানত আমাদের কৃষির উন্নতির উপর নির্ভরশীল। আমাদের কৃষকদের অবহেলা করা উচিৎ নয় এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের সকল সম্ভাব্য পদক্ষেপ নেয়া উচিৎ।


 Note :   KabirHasan.com   NOW  KabirHasan.mL


KabirHasan.Ml

Pair of Vintage Old School Fru